ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির প্রতিবাদে ওমানে ডাকটিকিট উন্মোচন
(last modified Mon, 10 Feb 2020 05:00:54 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১১:০০ Asia/Dhaka
  • আল আকসা মসজিদ, বায়তুল মুকাদ্দাস
    আল আকসা মসজিদ, বায়তুল মুকাদ্দাস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র প্রতিবাদে একটি বিশেষ ডাকটিকিট উন্মোচন করেছে ওমানের ডাক বিভাগ।

ওমানের ডাক বিভাগ ওই ডাকটিকেট উন্মোচন করে বলেছে, ফিলিস্তিন এবং বায়তুল মুকাদ্দাস শহরের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করতে ডাকটিকিট চালু করা হয়েছে। এই ডাকটিকিটে লেখা আছে, বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের রাজধানী।

ওমানের ডাক বিভাগ আরও বলেছে, বায়তুল মুকাদ্দাস হচ্ছে গোটা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান।

গত ২৮ জানুয়ারি (মঙ্গলবার) প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউস থেকে ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রকাশ করেন। ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল ও সংগঠন, ইরান এবং তুরস্ক সরাসরি ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। #

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ