ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করলেন ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলাভি
(last modified Thu, 27 Feb 2020 12:28:51 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৮:২৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ তৌফিক আলাভি
    মোহাম্মাদ তৌফিক আলাভি

ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি বাগদাদস্থ ব্রিটিশ দূতাবাসকে লেখা এক চিঠিতে বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় ব্রিটিশ নাগরিকত্ব বর্জন করছি। কারণ ইরাকের আইন অনুযায়ী এই দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ইরাক ছাড়া অন্য দেশের নাগরিক হতে পারবেন না।

ইরাকের সংসদে আজ আলাভির মন্ত্রিসভা ইস্যুতে আস্থাভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই তিনি নাগরিকত্ব বর্জনের চিঠি পাঠালেন ব্রিটিশ দূতাবাসে।

তবে তার মন্ত্রিসভাকে আস্থাভোটে পরাজিত করতে অনেকেই ষড়যন্ত্র করছে বলে এর আগে আলাভি এক টুইটে জানিয়েছেন। নয়া মন্ত্রিসভা আস্থাভোটে পরাজিত হলে মোহাম্মাদ তৌফিক আলাভিও প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন না।

ইরাকের আইন অনুযায়ী নয়া প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর মন্ত্রিসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়। #

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ