তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের বাধা: রাশিয়া-তুরস্কের যৌথ টহল বন্ধ
(last modified Mon, 16 Mar 2020 12:36:13 GMT )
মার্চ ১৬, ২০২০ ১৮:৩৬ Asia/Dhaka
  • এম ফোর মহাসড়কে সন্ত্রাসীদের বাধা সৃষ্টি
    এম ফোর মহাসড়কে সন্ত্রাসীদের বাধা সৃষ্টি

তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বাধায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্ক এবং রাশিয়ার সেনাদের যৌথ টহল বন্ধ হয়ে গেছে। গতকাল (রোববার) থেকে তুরস্ক এবং রাশিয়ার সেনারা সিরিয়ার ইদলিব প্রদেশের এম-ফোর মহাসড়কে যৌথ টহল শুরু করেছিল। আলেপ্পো প্রদেশের সঙ্গে লাতাকিয়া শহরকে এই মহাসড়ক সংযুক্ত করেছে।

গত ৫ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোয় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ বৈঠক হয় এবং ওই বৈঠক থেকে ইদলিব প্রদেশে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। ফলে সেখান থেকে সিরিয়ার সেনাদেরকে প্রত্যাহার করা হয় এবং এ সুযোগে নিয়েছে সন্ত্রাসীরা।

শত শত সন্ত্রাসী এম-ফোর মহাসড়ক বিচ্ছিন্ন করে ফেলে এবং বিস্তৃত এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে সেখানে তুরস্ক ও রাশিয়া সেনাদের যৌথ টহল বাধাগ্রস্ত হয়।

তুর্কি সমর্থিত এসব সন্ত্রাসী গোষ্ঠী বলছে, তারা রাশিয়ার সেনা উপস্থিতিকে গ্রহণযোগ্য মনে করে না এবং যে চুক্তি হয়েছে তাতে সন্ত্রাসী গোষ্ঠীর পূনর্বাসনের কোনো নিশ্চয়তা দেয়া হয় নি বরং ওই এলাকা থেকে তাদের সরে যেতে বাধ্য করার ব্যবস্থা করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬