অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির জন্য ইরান ও রাশিয়ার পরিকল্পনাগুলো কেমন?
-
ইরান ও রাশিয়ার আর্থ-বাণিজ্যিক প্রতিনিধিদের বৈঠক
পার্সটুডে- ইরানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল রাশিয়া সফর করেছেন। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইরানের চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের প্রধান সামাদ হাসানজাদেহ।
গতকাল সোমবার (১৯ মে) তারা রাশিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান সের্গেই ক্যাথেরিন এবং দেশটির একদল ব্যবসায়ীর সাথে মস্কোতে বৈঠক করেছেন। তারা তেহরান ও মস্কোর মধ্যে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে আলোচনা করেছেন।
মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই বৈঠকে বলেন, অত্যন্ত চমৎকার এবং সুবিধাজনক পরিস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বছরের শুরুতে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এখন ইরান ও রাশিয়ার সম্পর্ক কৌশলগত সম্পর্কের স্তরে উন্নীত হয়েছে।
কাজেম জালালি ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সাথে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার ওপর জোর দিয়ে বলেন, সহযোগিতা বিস্তারের পথ খুলে গেছে।
ইরানের চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের প্রধান সামাদ হাসানজাদে এই বৈঠকে বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।
ইরানের চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের ভাইস প্রেসিডেন্ট কাদির কিয়াফা এই বৈঠকে বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আগামী ১০ বছরে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক করা হয়েছে।
এই বৈঠকটি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের পাঁচ সদস্য দেশ তাদের ৮৭ শতাংশ পণ্য শুল্ক ছাড়াই লেনদেন করতে সম্মত হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের তথ্য বিষয়ক প্রধান কর্মকর্তা আলী আহমাদনিয়া সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের পাঁচ সদস্য দেশ অর্থাৎ রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া এবং কিরগিজস্তানের সাথে ইরানের ৮৭ শতাংশ পণ্য লেনদেন হবে শুল্ক ছাড়া। ১৫ মে থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা। ইরান-ইউরেশিয়ান ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী পাঁচ সদস্য দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কমপক্ষে ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।