সিরিয়া থেকে শত শত তাকফিরিকে লিবিয়ায় পাঠাল তুরস্ক
(last modified Sat, 11 Apr 2020 18:04:09 GMT )
এপ্রিল ১২, ২০২০ ০০:০৪ Asia/Dhaka
  • তুর্কি সমর্থিত জঙ্গিদের ফাইল ছবি
    তুর্কি সমর্থিত জঙ্গিদের ফাইল ছবি

তুরস্ক তাকফিরি জঙ্গিদের নতুন একটি গোষ্ঠিকে সিরিয়া থেকে লিবিয়ায় পাঠিয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দিয়ে একটি বিল চলতি বছরের শুরুতে আঙ্কারা সংসদে পাস হওয়ার পরই সব এ জঙ্গি গোষ্ঠীকে সেখানে পাঠানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যন রাইটস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে কথিত সুলতান মুরাদ ডিভিশন, নর্দান ফ্যালকন্স বিগ্রেড এবং শাম বাহিনীর প্রায় ৩০০ জঙ্গি শুক্রবার লিবিয়ায় পৌঁছায়।

৩০০ জঙ্গি শুক্রবার লিবিয়ায় পৌঁছায়

যুক্তরাজ্যভিত্তিক অবজারভেটরি আরও জানায়, তুরস্ক এ পর্যন্ত সিরিয়া থেকে প্রায় ৫০৫০ তাকফিরি জঙ্গিকে লিবিয়ায় পাঠিয়েছে।  এ ছাড়া, যুদ্ধ বিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশটিতে পাঠানোর জন্য  প্রায় ১৯৫০ তাকফিরিকে তুরস্কে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

পার্সটুডে/মূসা রেজা/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ