‘জেনারেল সোলাইমানির শাহাদাতের কারণে ইরানের নীতিতে পরিবর্তন আসেনি’
(last modified Tue, 21 Apr 2020 00:25:48 GMT )
এপ্রিল ২১, ২০২০ ০৬:২৫ Asia/Dhaka
  • ‘জেনারেল সোলাইমানির শাহাদাতের কারণে ইরানের নীতিতে পরিবর্তন আসেনি’

সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের কারণে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রতি ইরানের সমর্থনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি গতকাল (সোমবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে একথা জানান।

গত জানুয়ারি মাসে জেনারেল সোলাইমানির জানাযার নামাজে সিরিয়ার একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করায় জারিফ প্রেসিডেন্ট আসাদকে ধন্যবাদ জানান।একইসঙ্গে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষের মৃত্যুতে সহমর্মিতা জানানোর জন্য সিরিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই কঠিন পরিস্থিতিতেও বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আমেরিকার অপরাধী মনোবৃত্তি সবার সামনে স্পষ্ট হয়ে গেছে।

সাক্ষাতে করোনাভাইরাসের কারণে মাস্ক পরতে বাধ্য হন জারিফ ও বাশার আসাদ

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গির পিটারসনের সঙ্গে রোববার তার টেলিফোনে কথা হয়েছে। তিনি ওই টেলিফোনালাপের বিষয়বস্তু প্রেসিডেন্ট আসাদকে অবহিত করেন।

সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধে শহীদ জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এ যুদ্ধে দামেস্কের পাশে থাকার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।#  

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ