পর্যটন অঞ্চল নির্মাণকারী কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন কিম জং-উন
https://parstoday.ir/bn/news/west_asia-i79414
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সেদেশের উপকূলীয় একটি পর্যটন কেন্দ্র নির্মাণে অংশগ্রহণকারী কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।ওই পর্যটন কেন্দ্রের কাছে সম্প্রতি কিমকে বহনকারী ট্রেন দেখা গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৮, ২০২০ ০৫:৪৪ Asia/Dhaka
  • কিম জং-উন (ফাইল ছবি)
    কিম জং-উন (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সেদেশের উপকূলীয় একটি পর্যটন কেন্দ্র নির্মাণে অংশগ্রহণকারী কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।ওই পর্যটন কেন্দ্রের কাছে সম্প্রতি কিমকে বহনকারী ট্রেন দেখা গেছে।

কিম জং-উনের স্বাস্থ্য নিয়ে যখন বিশ্বব্যাপী ব্যাপক জল্পনা চলছে এবং কোনো কোনো গণমাধ্যম তার মৃত্যুর খবর পর্যন্ত প্রচার করেছে তখন কিমের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর ওই খবর প্রচার করা হলো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কিম জং-উন এক চিঠিতে পর্যটন খাতের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে কিমের স্বাস্থ্য সমস্যা  কিংবা তার অবস্থান সম্পর্কে খবরে কোনোকিছু উল্লেখ করা হয়নি। এ ছাড়া খবরের সঙ্গে কিমের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।