ইদলিবে মার্কিন নির্মিত হক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তুরস্ক: সিরিয়া
(last modified Thu, 30 Apr 2020 11:21:12 GMT )
এপ্রিল ৩০, ২০২০ ১৭:২১ Asia/Dhaka
  • বাশার আল-জাফারি
    বাশার আল-জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কে মার্কিন নির্মিত হক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন।

জাফারি বলেন, সিরিয়ার মাটিতে তুরস্ক যে সেনা মোতায়েন করে রেখেছে তা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। গতকাল (বুধবার) সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনলাইন অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে বাশার আল-জাফারি এসব কথা বলেন। তিনি বলেন, ইদলিবের মাটিতে তুরস্ক মার্কিন নির্মিত মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র

তিনি আরো বলেন, তুরস্কের সেনারা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা বন্ধ করে নি বরং তারা সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার মাটিতে তুর্কি সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করেছে আংকারা। তারা প্রতিদিন ট্রাক ভরে অস্ত্র এবং সেনা আনছে সিরিয়ার মাটিতে।

বাশার আল-জাফারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুরস্ককে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য বাধ্য করতে হবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তারা সমর্থন দিতে পারবে না। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যেখানে সিরিয়াকে সমর্থন দেয়ার দরকার ছিল সেখানে আঙ্কারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিয়ে আসছে। জাফারি জোর দিয়ে বলেন, দামেস্ক সরকারের অনুমতি ছাড়া সিরিয়ার মাটিতে যেকোন দেশের সেনা উপস্থিতিকে আগ্রাসন এবং দখলদারিত্ব হিসেবে গণ্য করে তার দেশ।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ