তিন মাস শান্ত থাকার পর ইরাকে আবার দাঙ্গা শুরু
(last modified Sun, 10 May 2020 10:40:52 GMT )
মে ১০, ২০২০ ১৬:৪০ Asia/Dhaka
  • ইরাকের রাস্তায় বিক্ষোভ (ফাইল ফটো)
    ইরাকের রাস্তায় বিক্ষোভ (ফাইল ফটো)

তিন মাস শান্ত থাকার পর ইরাকের রাস্তায় আবার দাঙ্গা ফিরে এসেছে। মূলত অর্থনৈতিক দুর্দশা থেকে গণ-অসন্তুষ্টির প্রেক্ষাপটে এই দাঙ্গা চলছে।

শনিবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় ওয়াসিত প্রদেশের রাজধানী কুত শহরে এবং বসরা নগরীতে মানুষ টায়ার জ্বালিয়ে রাস্তায় রাস্তায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ দেখায়। কুত শহরে কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি

শত শত মানুষ রাস্তায় নেমে দুর্নীতি ও চৌর্যবৃত্তির বিরুদ্ধে বিক্ষোভ করে। অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য তারা সরকারকেও দায়ী করে নানারকম স্লোগান দেয়।  ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি জাতীয় সংসদের আস্থাভোটে বিজয়ী হওয়ার তিনদিন পর এই বিক্ষোভ শুরু হলো।

তিনি নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছেন যে, গত অক্টোবর মাসে ইরাকে যে বিক্ষোভ হয়েছিল তাতে যে সমস্ত মানুষ আটক হয়েছে তাদের মুক্তি দেবেন। পাশাপাশি যারা নিহত হয়েছে তাদের পরিবার-পরিজন যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা তিনি করবেন।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ