‘আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা’
(last modified Fri, 29 Apr 2016 07:32:16 GMT )
এপ্রিল ২৯, ২০১৬ ১৩:৩২ Asia/Dhaka
  • ‘আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা’

সিরিয়ায় নতুন করে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা। তিনি মার্কিন সেনা পাঠানোর এ ঘটনাকে অবৈধ বলে ঘোষণা করেন। সুইডেনের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ পরিষ্কার করে বলেছেন, সেনা পাঠানোর আসল লক্ষ্য হচ্ছে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা।

তিনি বলেন, “সিরিয়া সরকারের অনুমতি ছাড়া দেশটিতে মার্কিন সেনা পাঠানো অবৈধ এবং আমি বারবার বলেছি এটি বড় ধরনের ভুল। ইরাক সরকারের কাছ থেকে যেভাবে অনুমতি নিয়েছে, তেমনি সিরিয়ায় সেনা মোতায়েনের জন্য দামেস্ক সরকার অথবা জতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছ থেকে আমেরিকার অনুমতি নেয়ার প্রয়োজন ছিল।”

লাভরভ আরো বলেন, “বাস্তবতা হচ্ছে- সেনা মোতায়েনের মাধ্যমে প্রথমত আমেরিকার অবৈধ কাজকর্মের প্রতিফলন ঘটছে; দ্বিতীয়ত প্রেসিডেন্ট আাসদকে অবৈধ বলে তারা তাদের গোঁয়ার্তুমির পরিচয় দিচ্ছে। আমার মতে মার্কিন সেনারা কথিত জোটের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর এক পর্যায়ে ঠিকই সরকারি সেনাদের ওপর হামলা চালাবে এবং তা করা হবে আসাদ সরকারকে উৎখাতের জন্য।”#

সিরাজুল ইসলাম/২৯

ট্যাগ