হাফতার বাহিনীর কাছ থেকে ত্রিপোলি বিমানবন্দরের দখল নিল সরকারি সেনারা
(last modified Thu, 04 Jun 2020 03:03:30 GMT )
জুন ০৪, ২০২০ ০৯:০৩ Asia/Dhaka
  • ত্রিপোলি বিমানবন্দর
    ত্রিপোলি বিমানবন্দর

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের কাছ থেকে রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি সেনারা। বিমানবন্দর পুনর্দখলের আগে সেখানে দু পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়।

লিবিয়ার সরকারি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ গোনুনু জানিয়েছেন, বিদ্রোহী গেরিলাদের কাছ থেকে গতকাল (বুধবার) ত্রিপোলি বিমানবন্দরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেয়া হয়েছে এবং বিমানবন্দর এখন সম্পূর্ণভাবে মুক্ত। তিনি জানান, বুধবার সকালে সরকারি সেনারা ত্রিপোলি বিমানবন্দর পুনর্দখলের অভিযান শুরু করে এবং ড্রোন থেকে সরকারি সেনাদের বিশেষ সহায়তা দেয়া হয়।

গোনুনু জানান, সরকারি সেনাদের তীব্র অভিযানের মুখে বিদ্রোহী খলিফা হাফতারের অনুগত গেরিলারা পালাতে বাধ্য হয়।

২০১৪ সাল থেকে ত্রিপোলি বিমানবন্দর বন্ধ রয়েছে এবং গত বছর থেকে এ বিমানবন্দরের বিদ্রোহীদের দখলে ছিল। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে রয়েছে এবং কার্যত দেশটি দু ভাগে বিভক্ত হয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ