মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত থাকবে: জর্ডান
জর্ডানের প্রধানমন্ত্রী ওমর রাজ্জাজ বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিকে লেনদেনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
তিনি আরও বলেছেন, দুই দেশের মৌলিক চাহিদার ভিত্তিতে বাণিজ্যিক লেনদেন হয়ে আসছে। মার্কিন নিষেধাজ্ঞার পরও এটা চলবে। সিরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর জন্য জর্ডান সুযোগ খুঁজছে বলেও তিনি মন্তব্য করেন।
গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে একটি আইনে সই করেছেন।
এই আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সিরিয়ার সঙ্গে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে চায় ওয়াশিংটন।
ট্রাম্প চাইছে, মুসলিম দেশ সিরিয়া যাতে কোনো ভাবেই পুনর্গঠন কাজ এগিয়ে নিতে না পারে।
২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।