ইরানবিরোধী ক্ষোভ উগড়ে দিল বাহরাইন ও আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i81063
বাহরাইনের আলে খলিফা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রাশিদ আয-যায়ানি তার দেশের ইরানবিরোধী অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন।তিনি গতকাল (সোমবার) মানামা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানবিরোধী ক্ষোভ উগড়ে দেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ৩০, ২০২০ ০৭:০৫ Asia/Dhaka
  • সোমবার মানামায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রায়ান হুক
    সোমবার মানামায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রায়ান হুক

বাহরাইনের আলে খলিফা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রাশিদ আয-যায়ানি তার দেশের ইরানবিরোধী অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন।তিনি গতকাল (সোমবার) মানামা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানবিরোধী ক্ষোভ উগড়ে দেন।

বাহরাইনের সরকার বিরোধী আন্দোলনকারীদের কঠোর হাতে দমন করার বিষয়টিকে ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ করে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

তিনি হাস্যকরভাবে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, ইরান যাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য বিশ্বের দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

যৌথ সংবাদ সম্মেলনে ব্রায়ান হুকও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেন।

রানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্লেষকরা বলছেন, বাহরাইনের আলে খলিফা সরকার বহুদিন ধরে আমেরিকা ও সৌদি আরবের তাবেদারির মাধ্যমে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, এ ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ না তুলে বাহরাইন সরকারের উচিত বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক সমাজ যে আহ্বান জানাচ্ছে তাতে ইতিবাচক সাড়া দেয়া।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হচ্ছে তা এতটা ডাহা মিথ্যা যে, বিশ্বের কেউ তা বিশ্বাস করবে না।#  

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।