ভোটের দিনে আলেপ্পোয় বোমা বিস্ফোরণ; নিহত ৭
(last modified Mon, 20 Jul 2020 00:16:07 GMT )
জুলাই ২০, ২০২০ ০৬:১৬ Asia/Dhaka
  • আলেেপ্পা প্রদেশের আজাজ শহরের কাছে বোমা হামলায় ব্যবহৃত গাড়ি
    আলেেপ্পা প্রদেশের আজাজ শহরের কাছে বোমা হামলায় ব্যবহৃত গাড়ি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গোপনে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে এই বোমা হামলা হলো।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আজাজ শহরের কাছে একটি গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। এলাকাটি বহুদিন ধরে তুর্কি সমর্থিত সিরিয়ার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, একটি গাড়ির ভেতর পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। সীমান্তবর্তী বাব আল-সালাম পোস্টের প্রবেশমুখে হামলাটি চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। তবে আনাদুলু আহতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

সিরিয়ার সংসদ নির্বাচনে ভোট গ্রহণ

সিরিয়ান অবজারভেটরির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে তুরস্কের সীমান্তবর্তী কিলিস শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার ভেতরে ২০১৬ সালে কথিত ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে যে অভিযান চালিয়েছিল সে সময় তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা আজাজ শহরটি দখল করে নেয়।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ