কাবা শরিফের গিলাফ পরিবর্তন
সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। বুধবার রাতে বায়তুল্লাহ'র গিলাফ পরিবর্তনের সময় তালবিয়া বা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাবা প্রাঙ্গন।
তালবিয়ার সুরে সুরে গতরাতে ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজ সম্পন্ন করেছেন। প্রতি বছর হজের সময় এই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
কাবা শরিফের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়ে ৬৭০ কেজি খাঁটি সিল্ক। যা কালো রঙের হয়। ১২০ কেজি সোনায় মোড়ানো সুতা। ১০০ কেজি রূপার সুতা। ৪৭ খণ্ডে বিভক্ত এ গিলাফে কাবার শরিফের চারদিক আবৃত করে দেয়া হয়।
করোনা মহামারির কারণে যারা আগে হজ করেননি, এমন এক হাজার ব্যক্তি এবার হজের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মুসল্লিকে ১৬০টি দেশ থেকে বাছাই করে নেওয়া হয়েছে। তারা সবাই সৌদি আরব প্রবাসী। বাকি এক-তৃতীয়াংশ মুসল্লি সৌদির নিরাপত্তাকর্মী ও চিকিৎসক।
হজে অংশ নেওয়া সবার বয়সই ২০ থেকে ৫০-এর মধ্যে। এবার কোনো হাজিকে কাবা শরিফ স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি। পাঁচ ফুট দুরে থেকে তাওয়াফ, নামাজে অংশগ্রহণ, সাঈসহ হজের সব কার্যক্রম পালন করা হচ্ছে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।