স্থিরচিত্রে বৈরুত বিস্ফোরণ
(last modified Wed, 05 Aug 2020 03:57:45 GMT )
আগস্ট ০৫, ২০২০ ০৯:৫৭ Asia/Dhaka
  • বৈরুত বন্দর: বিস্ফোরণের আগে ও পরে
    বৈরুত বন্দর: বিস্ফোরণের আগে ও পরে

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত ও চার হাজারের বেশি মানুষ আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাড়ি। লেবাননের কর্মকর্তারা বলছেন, গুদামে ছয় বছর ধরে মজুদ রাখা অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এ বিস্ফোরণের ঘটনাকে বিপর্যয় বলে মন্তব্য করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্‌ইট বার্তায় বলেছেন, কোনো গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক অনিরাপদভাবে মজুদ রাখার বিষয়টি ‘অগ্রহণযোগ্য’।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বিস্ফোরণের পর ধ্বংসস্তুপের নিচে মানুষকে আটকা পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে অনেক গাড়ি ও ভবন বিধ্বস্ত হতে দেখা গেছে।

বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে প্রথমে বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এরপর মাশরুমের মতো ধোঁয়া উঠে প্রচণ্ড বিস্ফোরণ হতে দেখা যায়। 

প্রেসিডেন্ট মিশেল আউনের সভাপতিত্বে সুপ্রিম ডিফেন্স কাউন্সিল বা সর্বোচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক হয়েছে এবং সরকারকে রাজধানী বৈরুতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়েছে। আজ বুধবার থেকে লেবাননে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।