ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের একদিন পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদল
(last modified Thu, 20 Aug 2020 11:24:06 GMT )
আগস্ট ২০, ২০২০ ১৭:২৪ Asia/Dhaka
  • ওমানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বাদ্‌র বিন হামাদ আল বুসাঈদী
    ওমানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বাদ্‌র বিন হামাদ আল বুসাঈদী

ওমানের দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বিন আব্দুল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাদ্‌র বিন হামাদ আল বুসাঈদীকে নিয়োগ দেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকানিজাইয়ের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউসুফ বিন আলাভিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

ওমানের সুলতান হাসান বিন তারিক আল সাঈদ ২৮টি রাজকীয় ফরমান জারি করেছেন এবং এর মাধ্যমে তিনি দেশের বিভিন্ন মন্ত্রণালয় পুনর্গঠন করেছেন। ইউসুফ বিন আলাভি ১৯৯৭ সাল থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া নতুন অর্থমন্ত্রী হিসেবে সুলতান বিন সালিম বিন সাঈদ আল হাবসিকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে ওমানের অর্থমন্ত্রী ছিলেন দারভিশ আল-বালুশি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় ওমানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আল বুসাঈদীকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন।

ওমানের মন্ত্রিসভার এই বড় ধরনের পরিবর্তন দেশটির উপর কী প্রভাব ফেলবে তা এখনই পরিষ্কার নয়। অনেক বিশ্লেষক বলছেন, ওমান যে ভিশন ২০৪০ সামনে নিয়ে কাজ করছে তা বাস্তবায়নের উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করে তুলতে চায় ওমান।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ