পানির লাইন কেটে দিচ্ছে তুরস্ক; ব্যবস্থা নিতে জাতিসংঘকে সিরিয়ার অনুরোধ
(last modified Sat, 22 Aug 2020 12:16:09 GMT )
আগস্ট ২২, ২০২০ ১৮:১৬ Asia/Dhaka
  • বন্ধ করা আলুক ওয়াটার স্টেশন
    বন্ধ করা আলুক ওয়াটার স্টেশন

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ তুরস্কের সামরিক বাহিনীর কেটে দেয়া পানির লাইন চালু করার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে দামেস্ক সরকার। বিষয়টিতে দ্রুতগতিতে হস্তক্ষেপ করতে সিরিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল (শুক্রবার) টেলিফোন সংলাপে জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি সংস্থার মহাসচিব গুতেরেসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং তিনি সতর্ক করে বলেন, তুর্কি বাহিনীর এই হস্তক্ষেপের অবসান না হলে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। জাফারি পরিষ্কার করে বলেন, পানি সরবরাহ বন্ধ করে দেয়া যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

হাসাকা প্রদেশে তৎপর তুর্কি সমর্থিত গেরিলা

বাশার জাফারি বলেন, তুর্কি বাহিনী হাসাকা প্রদেশের জনগণের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তুরস্কের সেনারা আলুক ওয়াটার স্টেশন থেকে হাসাকা শহরে গত কয়েকদিনে ১৫ বারের বেশি পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে সিরিয়ার এ কূটনীতিক গভীর উদ্বেগ প্রকাশ করে হাসাকা প্রদেশের পানি সরবরাহ নিশ্চিত করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

টেলিফোন সংলাপে জাতিসংঘ মহাসচিব বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত রয়েছেন এবং সিরিয়া বিষয়য়ক জাতিসংঘের বিশেষ দূতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছেন।#

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ