নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে অ্যাটর্নি জেনারেল
(last modified Thu, 10 Sep 2020 11:38:49 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৭:৩৮ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে অ্যাটর্নি জেনারেলের অফিস।

নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব দুর্নীতি মামলা রয়েছে সেগুলো দুর্বল করে দেয়ার জন্য নীতি নির্ধারক পর্যায়ের লোকজনকে যদি তিনি দায়িত্ব দিয়ে থাকেন অথবা আইনি প্রক্রিয়াকে যদি তিনি বাদাগ্রস্ত করার চেষ্টা করে থাকেন এবং এ ব্যাপারে যদি তিনি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হতে পারে।

ইসরাইলের শীর্ষ পর্যায়ের ইংরেজি দৈনিক হারেৎজ জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল আভিচাই মেন্ডেলব্লিথ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করবেন কিনা তা নিয়ে পরামর্শ করছেন। অ্যাটর্নি জেনারেল মনে করছেন- নেতানিয়াহু তার অফিসকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন।

ইসরাইলের ক্ষিপ্ত লোকজন প্রাইম মিনিস্টার না বলে নেতানিয়াহুকে ক্রাইম মিনিস্টার বলছে

সম্প্রতি ইসরাইলের বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে নেতানিয়াহু যে সমালোচনা মূলক বক্তব্য দিয়েছেন তাকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন অ্যাটর্নি জেনারেল।

গতকাল (বুধবার) নেতানিয়াহু ইসরাইলের বিচার বিভাগের সমালোচনা করে বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির যে তদন্ত হয়েছে তা পক্ষপাতমূলক ছিল এবং এজন্য তিনি নতুন করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তিনটি মামলায় অভিযুক্ত হয়েছেন নেতানিয়াহু। এছাড়া, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার ক্ষেত্রে তার অযোগ্যতা বিষয়টি নিয়ে ইসরাইলের জনগণ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। প্রতিবাদী এসব মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দিতে নেতানিয়াহু বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ