ম্যাকরন মুসলমানদের কাছে কী বার্তা দিতে চান? : হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i84277
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলাম অবমাননার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্যের নিন্দা করে বলেছেন, ফ্রান্সের বাকস্বাধীনতা নিতান্তই দ্বিচারিতার ওপর প্রতিষ্ঠিত।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ৩১, ২০২০ ১১:৫৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলাম অবমাননার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্যের নিন্দা করে বলেছেন, ফ্রান্সের বাকস্বাধীনতা নিতান্তই দ্বিচারিতার ওপর প্রতিষ্ঠিত।

মহানবী হযরত মুহাম্মাদ (স) এর পবিত্র জন্মদিন উপলক্ষে গতকাল (শুক্রবার) দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। তার বক্তৃতা টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। হাসান নাসরুল্লাহ বলেন, ইসলামের জন্য অবমাননাকর কার্টুন প্রকাশ অব্যাহত রাখার কথা বলে ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলমানদের কাছে কী বার্তা দিতে চান? সমস্যার মুলে না গিয়ে ফরাসি কর্তৃপক্ষ বাকস্বাধীনতার নামে একরকমের যুদ্ধ শুরু করতে চায়।

ম্যাকরন যে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ শব্দ ব্যবহার করেছেন তা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ব্যক্তির অপরাধ ধর্মের ওপর চাপিয়ে দেয়া যায় না। ফরাসি সেনারা আলজেরিয়ায় কিংবা মার্কিন সেনারা বিশ্বব্যাপী যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার জন্য ফরাসি সমাজ কিংবা আমেরিকার লোকজনকে দোষারোপ করা যায় না।#

 পার্সটুডে/এসআইবি/৩১