পদত্যাগ করেছেন তুরস্কের অর্থমন্ত্রী
(last modified Mon, 09 Nov 2020 04:21:36 GMT )
নভেম্বর ০৯, ২০২০ ১০:২১ Asia/Dhaka
  • তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক
    তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক

তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক পদত্যাগ করেছেন। দেশের অর্থনৈতিক সংকট যখন বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে এবং দেশটির মুদ্রা দিনদিন মান হারাচ্ছে তখন তিনি পদত্যাগ করলেন। করোনাভাইরাসের মহামারীর কারণে তুরস্কের অর্থনীতিতে এই দুরাবস্থা সৃষ্টি হয়েছে।

পদত্যাগ সম্পর্কে আল-বাইরাক বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখব না।” তবে তিনি পদত্যাগের কারণ হিসেবে তার স্বাস্থ্যগত সমস্যার কথা জানান। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে গতকাল (রোববার) আল-বাইরাক এসব কথা বলেন। গত পাঁচ বছর ধরে তিনি তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

তার এই পদত্যাগের বিষয়টি তুর্কি অর্থ মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর একদিন আগে তার শ্বশুর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করেছেন। তুর্কি মুদ্রার লিরার দরপতন ঠেকাতে ব্যর্থতার জন্য তাকে বরখাস্ত করা হয়।

চলতি বছর তুরস্কের মুদ্রার দাম শতকরা ৩০ ভাগ কমে গেছে। করোনাভাইরাসের মহামারীর কারণে তুর্কি অর্থনীতি এই সংকটের মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ