সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি চূড়ান্ত করতে ইসরাইলি প্রতিনিধিদল গেল মরক্কো
https://parstoday.ir/bn/news/west_asia-i85514
মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চূড়ান্ত করতে একটি প্রতিনিধিদল রাবাত গেছে। এসফরে প্রতিনিধিদলের সদস্যরা মরক্কোর রাজার ষষ্ঠ মুহাম্মাদের সঙ্গে দেখা করবে এবং চুক্তি সই করবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২২, ২০২০ ২০:৩৪ Asia/Dhaka
  • মরক্কোগামী ইসরাইলি প্রতিনিধিদল
    মরক্কোগামী ইসরাইলি প্রতিনিধিদল

মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চূড়ান্ত করতে একটি প্রতিনিধিদল রাবাত গেছে। এসফরে প্রতিনিধিদলের সদস্যরা মরক্কোর রাজার ষষ্ঠ মুহাম্মাদের সঙ্গে দেখা করবে এবং চুক্তি সই করবে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং মরক্কো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয়েছে। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

আজ (মঙ্গলবার) ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মীর শাব্বাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসরাইলি এয়ারলাইনসের একটি বিমানে করে মরক্কোর উদ্দেশ্যে রওনা দেয়। যে বিমানে করে ইহুদিবাদী ইসরাইলের প্রতিনিধিদল মরক্কো গেছে সে বিমানটিতে হিব্রু, আরবি এবং ইংরেজি ভাষায় ‘শান্তি’ শব্দটি পেইন্ট করা হয়েছে।

ইসরাইলি প্রতিনিধিদলের সাথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং জামাই জারেড কুশনার। ইসরাইলি প্রতিনিধিদলটি মরক্কোয় একদিনের কম সময় অবস্থান করবে তবে মরক্কোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নানামুখী আলোচনা করবে তারা। এ সফরে মরক্কোর সাথে ইসরাইলের বিমান চলাচল ও পর্যটন, স্বাস্থ্য, পানি এবং কৃষি বিষয়ক বেশকিছু চুক্তি হবে বলে কথা রয়েছে।

এদিকে, কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে, ইসরাইল-মরক্কো শান্তিচুক্তি হোয়াইট হাউসে হতে পারে এবং সেটি হবে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করার আগে।#

পার্সটুডে/এসআইবি/২২