জানুয়ারি ১৪, ২০২১ ১৭:৫৩ Asia/Dhaka
  • বাহরাইনের কয়েক জন পুলিশ ও এক প্রতিবাদী কিশোর
    বাহরাইনের কয়েক জন পুলিশ ও এক প্রতিবাদী কিশোর

বাহরাইনে রাজনৈতিক দমন-পীড়নের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২০২০ সালের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে এবং অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতার কারণে অনেকের বিচার করা হয়েছে। সেখানে মৃত্যুদণ্ডের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্তত ২৬ জন কারাবন্দীর মৃত্যুদণ্ড অদূর ভবিষ্যতেই কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন সরকার ভিন্নমত ঠেকাতে সব ধরণের সরঞ্জাম ব্যবহার করছে।

কারাবন্দীদের উপযুক্ত চিকিৎসা না দেওয়ারও অনেক অভিযোগ রয়েছে। বাহরাইন হচ্ছে রাজতান্ত্রিক দেশ। সেখানকার আলে-খলিফা রাজপরিবার সরকার বিরোধী যেকোনো তৎপরতাকে কঠোর হাতে দমন করে আসছে।

বৈধ রাজনৈতিক দলের নেতাদের ওপরও চালানো হচ্ছে নির্যাতনের স্টিম রোলার।# 

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ