ইরাকে রাসায়নিক হামলা চালিয়েছে দায়েশ; নিহত ৩
(last modified Sat, 07 May 2016 10:42:57 GMT )
মে ০৭, ২০১৬ ১৬:৪২ Asia/Dhaka
  • ইরাকে রাসায়নিক হামলা চালিয়েছে দায়েশ; নিহত ৩

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের তুজ খুরমাতু শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ রাসায়নিক হামলা চালিয়েছে। শহরটিতে বেশিরভাগই তুর্কমেন শিয়া মুসলমানদের বসবাস রয়েছে। ইরাকি তুর্কমেন ফ্রন্টের প্রধান আরশাদ সালিহি এ কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উগ্রপন্থি সন্ত্রাসীরা মর্টারের গোলার মাধ্যমে এই হামলা চালিয়েছে। তুজ খুরমাতু শহরটি তেল সমৃদ্ধ কিরকুক শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হামলায় তিনজন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছে। সালিহি বলেন, দায়েশের কাছে এ ধরনের নিষিদ্ধ অস্ত্র উৎপাদনের উপাদান রয়েছে। এছাড়া, তাদের ভেতরে রাসায়নিক অস্ত্র তৈরি করার মতো বিশেষজ্ঞও রয়েছে।

ইরাকের অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিটেশন অব কেমিক্যাল উইপন্সের মহাপরিচালক আহমেদ উজুম্‌চু গত মঙ্গলবার জানিয়েছেন, হেগ-ভিত্তিক পর্যবেক্ষণকারী প্রতিনিধিদল বলেছে, ইরাক ও সিরিয়ায় রাসায়নিক হামলার প্রমাণ পেয়েছে তারা। যদিও তারা এ ঘটনার জন্য সরাসরি দায়েশকে দায়ী করে নি তবে দায়েশকেই ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছে।#

সিরাজুল ইসলাম/৭

ট্যাগ