ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে কমান্ড সেন্টারে ছিলেন সোলাইমানি: হিজবুল্লাহ
(last modified Mon, 15 Feb 2021 10:24:57 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৬:২৪ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেন না।

‘শহীদ সোলাইমানির শিক্ষা, আদর্শ এবং নব ইসলামি সভ্যতা’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে জেনারেল সোলাইমানি হিজবুল্লাহকে সরাসরি সহযোগিতা করেছেন। তিনি সে সময় লেবাননে উপস্থিত ছিলেন। সে সময় কমান্ড সেন্টারে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়ার পাশে ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।

তিনি বলেন, সিরিয়া ও ইরাকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ময়দানে অংশ নিয়েছেন শহীদ সোলাইমানি।

শেইখ নায়িম কাসেম আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কাসেম সোলাইমানির। এর ফলে তিনি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে পেরেছেন। তিনি সব সময় হামাস নেতা ইসমাইল হানিয়াসহ প্রতিরোধ সংগ্রামের অন্যান্য নেতার পাশে থেকেছেন।

২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধের দখলদার ইসরাইলকে পরাজিত করতে সক্ষম হয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ