‘চরম চ্যালেঞ্জিং সময়ে জেনারেল সোলাইমানি ইরাকের পাশে দাঁড়িয়েছিলেন’
(last modified Mon, 06 Jan 2025 03:59:30 GMT )
জানুয়ারি ০৬, ২০২৫ ০৯:৫৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ শিয়া আল-সুদানি
    মোহাম্মাদ শিয়া আল-সুদানি

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি বলেছেন, চরম একটা চ্যালেঞ্জিং সময়ে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন।

জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে গতকাল (রোববার) রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় একথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানোর একটা বড় সুযোগ এনে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল সোলাইমানি এবং আল-মুহান্দিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 

তিনি বলেন, জেনারেল সোলাইমানি ও আল-মুহান্দিস অত্যন্ত কঠিন সময়ে ইরাককে রক্ষার জন্য সমস্ত ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করেছেন। ইরাক এবং মধ্যপ্রাচ্যকে রক্ষার জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের ফতোয়া তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। 

ইরাকি প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো উৎস থেকেই ইরাকের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানো হোক না কেন তা মোকাবেলার জন্য তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের সশস্ত্র বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষা করতে পুরোপুরি সক্ষম। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটকে শক্তিশালী করা এবং সংগঠনটির প্রতি সমর্থন দেয়ার ব্যাপারে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬