ফাইজার টিকা গ্রহণের কয়েকদিন পর মারা গেলেন কুয়েতি অভিনেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i87972-ফাইজার_টিকা_গ্রহণের_কয়েকদিন_পর_মারা_গেলেন_কুয়েতি_অভিনেতা
কুয়েতের অভিনেতা মিশারি আল-বালাম প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ফাইজার-বায়োনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণের কয়েকদিন পর মারা গেছেন।  তার পরিবার থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১২:৪২ Asia/Dhaka
  • কুয়েতের অভিনেতা মিশারি আল-বালাম
    কুয়েতের অভিনেতা মিশারি আল-বালাম

কুয়েতের অভিনেতা মিশারি আল-বালাম প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ফাইজার-বায়োনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণের কয়েকদিন পর মারা গেছেন।  তার পরিবার থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার থেকে তিনি কুয়েতের জাবের আল-আহমাদ আল-জাবের আস-সাবা হাসপাতলের  ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি মারা যান। 

৪৮ বছর বয়সী অভিনেতা মিশারি গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যাতে দেখা যায় ফাইজার-বায়োনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণ করছেন তিনি এবং তার ফলোয়ারদেরকেও টিকা নিতে আহ্বান জানাচ্ছেন।

ফাইজার-বায়োনটেকের টিকা

ফাইজারের টিকা নেয়ার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি ইনস্টাগ্রামে দেয়া আলাদা একটি পোস্টে জানান, ফাইজারের টিকা নেয়ার পরেও তার স্বাস্থ্যের এই অবনতি ঘটেছে।

১৯৯১ সালে  মিশারি আল-বালাম অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন এবং ৫৬টি মঞ্চ নাটক ও সিরিজে অভিনয় করেছেন তিনি। 

চলতি মাসের প্রথম দিকে অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, ফাইজার ও মডার্নার টিকা গ্রহণের পর আমেরিকায় ৪০ ব্যক্তির মধ্যে নতুন ধরনের ‘ইমিউন ডিসঅর্ডার’ দেখা দিয়েছে যা রক্তে আক্রমণ করছে। এই ৪০ জনের মধ্যে এক রোগী মারা গেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৭