তেল স্থাপনায় ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করল সৌদি
(last modified Mon, 08 Mar 2021 12:47:55 GMT )
মার্চ ০৮, ২০২১ ১৮:৪৭ Asia/Dhaka
  • রাস তানুরা তেল শোধনাগার ও টার্মিনাল
    রাস তানুরা তেল শোধনাগার ও টার্মিনাল

সৌদি আরবের রাস তানুরা বন্দরের পেট্রোলিয়াম ট্যাংকে ড্রোন হামলা এবং আরামকো তেল স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে রিয়াদ সরকার।

গতকাল (রোববার) এক বিবৃতিতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্বীকার করেছেন যে, সকালে সাগরের উপর দিয়ে উড়ে এসে একটি ড্রোন রাস তানুরা বন্দরের একটি পেট্রোলিয়াম ট্যাংকে হামলা চালিয়েছে। রাস তানুরা বন্দর হচ্ছে বিশ্বের তেল রপ্তানিকারক সবচেয়ে বড় বন্দরগুলোর অন্যতম। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, দাহরান শহরে অবস্থিত আরামকো তেল স্থাপনার আশপাশে আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো গিয়ে পড়ে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। তিনি আরো বলেন, এই হামলায় কোনো ব্যক্তি হতাহত কিংবা কোন সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে দাবি করেন, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই দুটি হামলা প্রতিহত করা হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর আজ বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।#

পার্সটুডে/এসআইবি/৮ 

ট্যাগ