জর্ডানের ঘটনায় ইসরাইলের হাত থাকতে পারে বলে আশঙ্কা ইরানের
https://parstoday.ir/bn/news/west_asia-i89588-জর্ডানের_ঘটনায়_ইসরাইলের_হাত_থাকতে_পারে_বলে_আশঙ্কা_ইরানের
জর্ডানে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার সঙ্গে দখলদার ইসরাইল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৪, ২০২১ ১৬:০৪ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

জর্ডানে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার সঙ্গে দখলদার ইসরাইল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (রোববার) বলেছেন, জর্ডানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে তেহরান। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা গোটা পশ্চিম এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, পশ্চিম এশিয়ায় যেকোনো ধরণের উত্তেজনা ও অস্থিতিশীলতা দখলদার ইসরাইলের স্বার্থের জন্য অনুকূল। এ কারণে মুসলিম দেশগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার পেছনে  ইসরাইলের হাত থাকে। খোঁজ নিলে ইসরাইলের ষড়যন্ত্রের খোঁজ মেলে।

সাঈদ খাতিবজাদে বলেন, জর্ডানের সঙ্গে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। দেশটিতে যেকোনো ধরণের অস্থিতিশীলতা সৃষ্টির বিরোধিতা করছে তেহরান। একইসঙ্গে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপেরও আমরা বিরোধী। ইরান মনে করে যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ের মীমাংসা হবে সেদেশের আইনের ভিত্তিতে।

জর্ডানে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দেশটির প্রভাবশালী কয়েক ব্যক্তিত্বকে আটক করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।