ইসরাইলে তেল আবিবে গাড়ি বিস্ফোরণে নিহত ১, কয়েকজন আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i89978-ইসরাইলে_তেল_আবিবে_গাড়ি_বিস্ফোরণে_নিহত_১_কয়েকজন_আহত
দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে একজন ইহুদিবাদী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ১৬:৪০ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য
    দখলদার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য

দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে একজন ইহুদিবাদী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

দখলদার ইসরাইলের দৈনিক টাইমস অফ ইসরাইল এ তথ্য জানিয়েছে। অন্য পত্রিকাতেও এ খবর এসেছে।

জেরুজালেম পোস্টও লিখেছে,পুলিশ ধারণা করছে গাড়িতে আগে থেকেই একটি বিস্ফোরক বসানো হয়েছিল।

বর্ণবাদী ইসরাইলের জরুরি পরিসেবা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও গাড়িটিতে আগুন জ্বলছিল এবং একজন ব্যক্তির মরদেহ পাশে পড়েছিল।

ইসরাইলি মিডিয়া বলছে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার কারণ সম্পর্কে তারা তদন্ত শুরু করেছে। তবে তাদের ধারণা কেউ গাড়িটিতে চুম্বকের মাধ্যমে একটি বিস্ফোরক লাগিয়ে রেখেছিল আগে থেকেই। এ কারণেই তাতে বিস্ফোরণ ঘটেছে।# 

পার্সটুডে/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।