বিদেশিরা এ অঞ্চলে থাকবে না, আমরাই থাকব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
জারিফ (বামে) ও ফুয়াদ (ডানে)
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তি ও ন্যায়ের পথে ফিরে আসবে বলে আশা করছি। তিনি আজ (সোমবার) ইরাকের রাজধানী বাগদাদে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
জারিফ আরও বলেন,আমেরিকা যুক্তিপূর্ণ নীতির ভিত্তিতে পরমাণু সমঝোতায় ফিরবে বলে আশা করা যায়। আমেরিকা পরমাণু সমঝোতা বাস্তবায়ন করলে সত্যতা যাচাইয়ের পর তেহরানও পরমাণু প্রতিশ্রুতিতে ফিরবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক পৌঁছে সেদেশের আল খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকি সরকার ও জাতির প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,পশ্চিম এশিয়ায় ইরাকের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকাকে তেহরান স্বাগত জানায়। তেহরান চায় গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় ক্রমেই বাগদাদের ভূমিকা জোরালো হয়ে উঠুক।
জারিফ বলেন, এই অঞ্চলে আমরা যারা আছি তারাই সব সময় থাকব, কিন্তু বিজাতীয়রা এক সময় চলে যাবে। কাজেই আমাদের মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে।
তিনি বলেন, ইরানের নীতি হচ্ছে ভিন্ন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করা এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। এ সময় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেন,পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তার দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন,বাগদাদ আঞ্চলিক পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।