দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: আরব শাসকদের প্রতি মুক্তাদা সাদর
(last modified Mon, 17 May 2021 10:09:53 GMT )
মে ১৭, ২০২১ ১৬:০৯ Asia/Dhaka
  • মুক্তাদা সাদর
    মুক্তাদা সাদর

রক্তপিপাসু দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী সাদর আন্দোলনের প্রধান মুক্তাদা সাদর।

তিনি বলেছেন, যেসব আরব শাসক ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাদের উচিৎ এখনই সম্পর্ক ছিন্ন করা।

তিনি আরব শাসকদের উদ্দেশে আরও বলেন, আপনারা যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছেন তা বাতিল করুন এবং ইসরাইলি রাষ্ট্রদূতদের বহিষ্কারে পদক্ষেপ গ্রহণ করুন। একইসঙ্গে দখলদার ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করুন।

এদিকে, ইরাকের সংসদ সদস্য হাসান সালিম বলেছেন, যেসব দেশ ইসরাইলের সঙ্গে আপোষ করেছে এবং সম্পর্ক স্থাপন করেছে তাদের সঙ্গে ইরাকের সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় এক সপ্তাহ ধরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। এ পর্যন্ত ইসরাইলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ