আমরা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত: ইরাকের নুজাবা মুভমেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i91770-আমরা_ইসরাইলের_বিরুদ্ধে_যুদ্ধের_জন্য_প্রস্তুত_ইরাকের_নুজাবা_মুভমেন্ট
ইরাকের নুজাবা মুভমেন্টের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, তারা দখলদার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুজাবা মুভমেন্টের।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৭, ২০২১ ১৭:৫৫ Asia/Dhaka
  • নাসর আশ-শাম্মারি
    নাসর আশ-শাম্মারি

ইরাকের নুজাবা মুভমেন্টের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, তারা দখলদার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুজাবা মুভমেন্টের।

নাসর আশ-শাম্মরি আরও বলেছেন, ইরাকের জনগণ বিশেষকরে প্রতিরোধ সংগ্রামীরা ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।

আশ-শাম্মারি বলেন, ফিলিস্তিনিরা দখলদার ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। আর আরব দেশগুলোর যেসব শাসক ইসরাইলের সঙ্গে আপোষ করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা। তারাও ইসরাইলের অপরাধে সমভাবে অপরাধী।

দখলদার ইসরাইল গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে। অবশ্য ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরাও পাল্টা জবাব দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।