লেবানন আক্রান্ত হলে হিজবুল্লাহর পক্ষে লড়বে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো
https://parstoday.ir/bn/news/event-i138904-লেবানন_আক্রান্ত_হলে_হিজবুল্লাহর_পক্ষে_লড়বে_ইরাকি_প্রতিরোধ_সংগঠনগুলো
ইরাকের সন্ত্রাস-বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু করলে ইরাকি যোদ্ধারা লেবাননের হিজবুল্লাহর পক্ষে লড়াই করবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৩, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • লেবানন আক্রান্ত হলে হিজবুল্লাহর পক্ষে লড়বে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো

ইরাকের সন্ত্রাস-বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু করলে ইরাকি যোদ্ধারা লেবাননের হিজবুল্লাহর পক্ষে লড়াই করবে।

ইরাকের সন্ত্রাস-বিরোধী সংগঠনগুলোর জোট ইসলামিক রেসিস্টেন্স ইন ইরাকের বরাত দিয়ে লেবাননের আরবি দৈনিক আল-আখবার এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, লেবানন আক্রান্ত হলে দেশটির হিজবুল্লাহর পক্ষে লড়াই করার জন্য ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইব হিজবুল্লাহ, কাতাইব সাইয়্যেদুশ শুহাদা এবং হরকাত হিজবুল্লাহ আন-নুজাবা নিজেদের পূর্ণ প্রস্তুতি ঘোষণা করেছে।

আল-আখবার জানিয়েছে, ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো এখন এ ব্যাপারে লেবাননের হিজবুল্লাহর অনুমতির অপেক্ষায় রয়েছে।

কাতাইব সাইয়্যেদুশ শুহাদা গ্রুপের মুখপাত্র কাজিম আল-ফারতুসি এ সম্পর্কে বলেছেন, সামরিক সক্ষমতা ও সমরাস্ত্রের দিক দিয়ে লেবাননের হিজবুল্লাহ এখন একটি বিশাল শক্তিতে পরিণত হয়েছে। কাজেই, ইসরাইল আগ্রাসন চালালে তা এককভাবে প্রতিহত করার ক্ষমতা হিজবুল্লাহর রয়েছে। 

তিনি বলেন, কিন্তু তারপরও ইসরাইল লেবাননে আগ্রাসন চালালে ইরাকি যোদ্ধারা লেবাননের হিজবুল্লাহর কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। ইসরাইল গাজায় যে গণহত্যা ও ধ্বংসলীলা চালাচ্ছে তা গোটা মুসলিম ও আরব বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত বছরের ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ ও ইহুদিবাদী বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। কিন্তু গত মঙ্গলবার ইসরাইলি সেনা কর্মকর্তারা লেবাননে পূর্ণ-মাত্রার আগ্রাসন চালানো হবে বলে ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় বুধবার হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লেবানন আক্রান্ত হলে হিজবুল্লাহর সমরাস্ত্র থেকে ইসরাইলের কোনো স্থান নিরাপদ থাকবে না। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩