জর্ডান সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশ করল ড্রোন; ভূপাতিত করার দাবি
(last modified Tue, 18 May 2021 10:01:05 GMT )
মে ১৮, ২০২১ ১৬:০১ Asia/Dhaka
  • জর্ডান সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশ করল ড্রোন; ভূপাতিত করার দাবি

জর্ডান সীমান্ত দিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে দখলদার সেনারা।

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।

দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

ফিলিস্তিনিদের ওপর নতুনকরে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরাইল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশের চেষ্টা করছে।

গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এর ফলে গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৫৮টি শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি আগ্রাসনের জবাব দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ