গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট চলছে
গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এই ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি ১৯৪৮ সালে ইসরাইলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে।
গতকাল (মঙ্গলবার) থেকে এই ধর্মঘট চলছে।
পশ্চিম তীর ছাড়াও ১৯৪৮ সালে দখলিকৃত হাইফা, ইয়াফা, উম্মুল ফাহম, আত-তিরা, শিফা আমরু এবং আল-নুসরাত শহরে বড় আকারের বিক্ষোভ মিছিল হয়েছে। কোনো কোনো শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পশ্চিম তীরের তরুণেরা ফিলিস্তিনজুড়ে নতুনকরে ইন্তিফাদা বা গণঅভ্যুত্থান শুরুর জন্য একটি যৌথ কমান্ড গঠনের আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরে প্রতিদিনই ইসরাইলবিরোধী বিক্ষোভ হচ্ছে।
ইসরাইলি সেনাদের গুলিতে সেখানেও বহু ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আজও পশ্চিম তীর থেকে ২১ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদার সেনারা।
এছাড়া গতরাতে ইসরাইলের বিভিন্ন শহর থেকে পাঁচ শতাধিক আরব মুসলমানকে আটক করেছে বণবাদী সেনারা।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।