‘তেল বিক্রির পাচার হওয়া ১৫০ কোটি ডলার ফেরত আনবে ইরাক’
https://parstoday.ir/bn/news/west_asia-i92224-তেল_বিক্রির_পাচার_হওয়া_১৫০_কোটি_ডলার_ফেরত_আনবে_ইরাক’
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ২০০৩ সালে মার্কিন বাহিনী তার দেশে আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত পাচার হওয়া তেল বিক্রির ১৫০ কোটি ডলার দেশে ফেরত আনা সম্ভব হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২১ ২১:৪৭ Asia/Dhaka
  • ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ
    ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ২০০৩ সালে মার্কিন বাহিনী তার দেশে আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত পাচার হওয়া তেল বিক্রির ১৫০ কোটি ডলার দেশে ফেরত আনা সম্ভব হবে। 

দেশে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকের জাতীয় সংসদে একটি খসড়া আইন উত্থাপন করার পর তিনি এই আশাবাদ ব্যক্ত করলেন। সাম্প্রতিক বছরগুলোতে ইরাকের আর্থিক দুর্নীতির কারণে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। 

বারহাম সালিহ বলেন, ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ট্রিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে, তা থেকে প্রায় দেড়শ কোটি ডলার ইরাকের বাইরে পাচার হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই অর্থ দেশে ফেরত আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দরকার।  

গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের অজুহাত তুলে ইরাকের সাদ্দাম সরকারকে উৎখাতের জন্য ১৮ বছর আগে মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালায়। এরপর থেকে ইরাকে দুর্নীতি জেঁকে বসেছে, সেইসাথে চলছে সহিংসতা। এতে ইরাকের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। এ নিয়ে দেশে বড় রকমের গণ-অসন্তোষ দেখা দিয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে বহু সহিংস বিক্ষোভের মধ্যদিয়ে।#

পার্সটুডে/এসআইবি/২৬