বিজয়ের পর প্রেসিডেন্ট বাশার আসাদকে অভিনন্দন জানাল ওমান
(last modified Mon, 31 May 2021 14:31:57 GMT )
মে ৩১, ২০২১ ২০:৩১ Asia/Dhaka
  • বিজয়ের পর প্রেসিডেন্ট বাশার আসাদকে অভিনন্দন জানাল ওমান

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ বিজয়ী হয় তাকে অভিনন্দন জানিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভুক্ত দেশ ওমান।

ওমানের সুলতান হাইসাম বিন তারিক গতকাল (রোববার) এক বার্তায় এ অভিনন্দন জানান। প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ার জনগণের স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য কাজ করবেন বলে তিনি আশা করেন।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশ হিসেবে ওমানই প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানালো। ‌ দেশটি গত অক্টোবর মাসে সিরিয়ায় রাষ্ট্রদূত পাঠিয়ে সম্পর্ক পুনর্বহাল করে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদ শতকরা ৯৫ দশমিক এক ভাগ ভোট পেয়ে বিপুলভাবে বিজয়ী হন। 

এদিকে, কাতার সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। দেশটি বলেছে, সিরিয়া পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নি। সে কারণে দামেস্কের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার এখনই কোন প্রশ্ন আসে না।# 

 পার্সটুডে/এসআইবি/৩১