লেবাননের রাজনৈতিক সংকট: প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ালেন সাদ হারিরি
লেবাননে সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাদ হারিরি মন্ত্রিসভা গঠনের প্রচেষ্টা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে মতপার্থক্যের জের ধরে তিনি সরকার গঠনের প্রচেষ্টা বাদ দিয়েছেন।
এর ফলে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার নয় মাস পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। রাজধানী বৈরুতের বাবদা প্রাসাদে প্রেসিডেন্ট আউনের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকের পর বৃহস্পতিবার শেষ বেলায় হারিরি তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেন, তিনি প্রেসিডেন্টের কাছে যে মন্ত্রিসভা প্রস্তাব করেছিলেন মিশেল আউন তাতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন তাকে একথাও জানিয়েছেন যে, প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন না।
এদিকে প্রেসিডেন্ট আউন এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, সাদ হারিরি তার প্রস্তাবিত মন্ত্রিসভায় বিন্দুমাত্র পরিবর্তন আনতে রাজি নন। এমনকি তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতেও রাজি হননি। প্রস্তাবিত প্রধানমন্ত্রী সাদ হারিরি বুধবার প্রেসিডেন্ট আউনের কাছে তার মন্ত্রিসভার নাম প্রস্তাব করেছিলেন।
তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে এ নিয়ে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে দু’জন প্রস্তাবিত প্রধানমন্ত্রী সরকার গঠন করতে ব্যর্থ হলেন। ২০২০ সালের ৪ আগস্ট বৈরুত সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেন। এরপর অক্টোবরে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পান সাদ হারিরি। কিন্তু দেশ পরিচালনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে সরকার গঠনের প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।