ইয়েমেনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দোরগোড়ায়
(last modified Thu, 23 Sep 2021 16:49:13 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২২:৪৯ Asia/Dhaka
  • ইয়েমেনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দোরগোড়ায়

সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের লাখ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের একেবারে দোরগোড়ায় রয়েছেন যার মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু আছে। নারীরা নির্বিচারে এই ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

জাতিসংঘের জনকল্যাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেনগতকাল (বুধবার) ইয়েমেন বিষয়ক এক বৈঠকে বিশ্ব নেতাদেরকে গ্রিফিত বলেন, অরক্ষিতরা সব সময় সংকটের জন্য চরম মূল্য দিয়ে থাকে

তিনি আরো বলেন, বহুসংখ্যক ইয়েমেনি শিশুর জন্য যুদ্ধ এখন জীবনের বাস্তবতা হয়ে উঠেছে, যে যুদ্ধ তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা এবং সুযোগগুলোকে কেড়ে নিয়েছে। তিনি আরো বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতায় নারী এবং মেয়েরা সবচেয়ে বেশি ক্ষুধা ও রোগ-ব্যাধিতে ভুগে থাকেন

মার্টিন গ্রিফিত বলেন, যুদ্ধে অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হওয়া মানুষ প্রতিদিন টিকে থাকার লড়াই করছে যাদের সামনে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ একেবারেই কম#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ