ক্যান্সারের রোগীকেও আটক করল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i99122
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৫, ২০২১ ১৮:৪০ Asia/Dhaka
  • ফিলিস্তিনি শিশুকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
    ফিলিস্তিনি শিশুকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। 

ইসরাইলের কারাগারে বহুসংখ্যক ফিলিস্তিনি বন্দি অনশন করছেন এবং তাদের মুক্তির দাবিতে মিছিল বের করলে ইহুদিবাদী সেনারা এই ১৩ ফিলিস্তিনিকে আটক করে। এরমধ্যে ক্যান্সার আক্রান্ত একজন রোগী রয়েছেন।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আটক ক্যান্সারের রোগী একজন শিক্ষক এবং তিনি রামাল্লাহ শহরের আল-বিরে এলাকায় বসবাস করতেন।

খেয়ালখুশি মতো ফিলিস্তিনি ভূখণ্ডে  আটকাভিযান চালাতে পারে ইসরাইল

এদিকে, ইহুদিবাদী সেনারা রামাল্লাহর দক্ষিণে আল-আ'মারি শরণার্থী শিবিরেও অভিযান চালায় এক ফিলিস্তিনিকে আটক করে।

ফিলিস্তিনের সালফিত প্রদেশের জাউইয়া শহরের দুটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শিশুকে আটক করে ইসরাইল। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে গোলযোগের কেন্দ্রে পরিণত হওয়া নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত বেইতা এলাকা থেকে আরো তিন ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি সেনারা।

এদিকে, আজ সোমবার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের জেনিন শহর থেকে দুই ফিলিস্তিনিকে আটক করে। এর মধ্যে একজনের সাবেক কারাবন্দি রয়েছেন যাকে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে। বাকি তিন ফিলিস্তিনিকে আজ বায়তুল মুকাদ্দাস থেকে আটক করা হয়।# 

পার্সটুডে/এসআইবি/২৫