অস্ট্রেলিয়ার সংসদের এক-তৃতীয়াংশ কর্মীই যৌন হেনস্থার শিকার
(last modified Tue, 30 Nov 2021 14:41:03 GMT )
নভেম্বর ৩০, ২০২১ ২০:৪১ Asia/Dhaka
  • ব্রিটানি হিগিন্স
    ব্রিটানি হিগিন্স

অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ কর্মী যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে এক তদন্তে উঠে এসেছে। সাবেক কর্মী ব্রিটানি হিগিন্স তার সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয়। তার অভিযোগের পর এ বছরের প্রথম দিকে রাজধানী ক্যানবেরাতে আরো অনেকেই যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন। অভিযোগকারীদের বেশিরভাগই নারী।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ৫১ শতাংশ কর্মীকেই কখনো না কখনো গালমন্দ, যৌন হয়রানি কিংবা কখনো সরাসরি যৌন আক্রমণের শিকার হতে হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই রিপোর্টকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।

গত মঙ্গলবার পার্লামেন্টে রিপোর্টটি জমা দেয়া হয়। এই রিপোর্ট তৈরিতে ১ হাজার ৭২৩ ব্যক্তি ও ৩৩ সংস্থার সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে জানা গেছে, ৬৩ শতাংশ নারী সংসদ সদস্য নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক নারী এমপি পুরুষ এমপিদের নানা হেনস্থার চিত্র তুলে ধরেন।

এ ধরণের যৌন হেনস্থার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। রিপোর্টে যৌন হেনস্থা বন্ধে লিঙ্গ সমতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ