দূতাবাসের ইনস্টাগ্রাম পোস্টে অসামাজিক পোস্ট: অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব
(last modified Wed, 04 Sep 2024 09:06:21 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৫:০৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

অস্ট্রেলিয়ার দূতাবাসের পক্ষ থেকে একটি অমর্যাদাকর পোস্ট প্রকাশ করার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার দূতাবাসের ইনস্টাগ্রাম পেজে একটি ‘অসামাজিক’ পোস্ট প্রকাশ করার তীব্র প্রতিবাদ জানাতে দেশটির রাষ্ট্রদূত ইয়ান ম্যাক-কনভিলকে তলব করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক বিভাগের মহাপরিচালক বলেন, ওই পোস্টে ইরানের ইসলামি রীতিনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের অবমাননা করা হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া দূতাবাসের এ পদক্ষেপে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হওয়ায় এ ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি হবে না বলে তেহরান আশা করছে।

সম্প্রতি তেহরানস্থ অস্ট্রেলিয়ার দূতাবাসের ইনস্টাগ্রাম পেজে সমকামিতাকে উৎসাহিত করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছিল।

এদিকে ইরানের তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জের ধরে তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ব্রিটিশ কূটনীতিককে এ ব্যাপারে ইরানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, নয়া ব্রিটিশ সরকার যখন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ  সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তখন এ নিষেধাজ্ঞা আরোপের কোনো ব্যখ্যা থাকতে পারে না।

ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তার জন্য কথিত ‘অস্থিতিশীলতা’ সৃষ্টিকারী তৎপরতায় জড়িত ইরানের তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/

ট্যাগ