ইরানের বন্দরে পাকিস্তানের যুদ্ধজাহাজ
(last modified Sun, 05 Dec 2021 14:52:36 GMT )
ডিসেম্বর ০৫, ২০২১ ২০:৫২ Asia/Dhaka
  • পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানাচ্ছেন ইরানের সামরিক কর্মকর্তারা
    পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানাচ্ছেন ইরানের সামরিক কর্মকর্তারা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর। এ বহরে রয়েছে তিনটি যুদ্ধজাহাজ।

পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানান ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট নেভাল ডিস্ট্রিক্টের কমান্ডার। চার দিনের সফরে পাকিস্তানের নৌবহরটি আজ (রোববার) সকালে বন্দর আব্বাসে নোঙ্গর ফেলে।

তেহরান এবং ইসলামাবাদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পাকিস্তানি নৌবহর ইরানের বন্দরে ভিড়েছে। চলতি বছরে এ নিয়ে দুই দফা পাকিস্তানের নৌবহর ইরান সফর করল।

ইরানি নৌবাহিনীর ফার্স্ট ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর সফর বিনিময় দু'দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করবেন। তিনি আশা করেন, দু দেশের মধ্যে এমন সফর বিনিময় অব্যাহত থাকবে।

কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর এ ধরনের সফরের মাধ্যমে এ বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, আঞ্চলিক দেশগুলো বিশেষ করে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃসুলভ ও মুসলিম দেশগুলো তাদের নিজেদের অঞ্চলকে নিজেরা সামলে রাখতে সক্ষম। ফলে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিদেশি সেনা উপস্থিতির কোন প্রয়োজন নেই।#

পার্সটুডে/এসআইবি/৫ 

ট্যাগ