সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান
https://parstoday.ir/bn/news/world-i101462-সরকারে_সকল_যোগ্য_আফগান_নাগরিকের’_অংশগ্রহণ_চায়_তালেবান
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০২১ ০৬:১৬ Asia/Dhaka
  • আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
    আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান তিনি।

আমির খান মুত্তাকি বলেন, আফগান জনগণের প্রতিনিধি ও দায়িত্বশীল সরকার হিসেবে তালেবান আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে।এছাড়া, সরকারে আফগানিস্তানের সকল অঞ্চলের সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণও নিশ্চিত করতে চায় তালেবান সরকার।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি একক পরিবারের সদস্য হিসেবে আফগানিস্তানের ব্যাপারে সকল মুসলিম দেশের দাবি, উদ্বেগ ও পরামর্শ সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি।আমাদের লক্ষ্য আফগানিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনার জন্য একটি উপযুক্ত ও ন্যায়পূর্ণ রোডম্যাপ তৈরি করা।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পক্ষ থেকে তার দেশের অর্থ আটকে রাখার তীব্র সমালোচনা করে বলেন, আফগান অর্থ আটকে রাখার অর্থ সকল আফগান নাগরিকের সঙ্গে শত্রুতা এবং সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করা। তিনি সকল মুসলিম দেশে আফগানিস্তানের দূতাবাস আবার চালু করার আহ্বান জানান।মুত্তাকি বলেন, আমরা সকল মুসলিম দেশকে এই নিশ্চয়তা দিতে চাই যে, আফগানিস্তানে বর্তমানে একটি দায়িত্বজ্ঞান সম্পন্ন ও প্রতিশ্রুতিশীল সরকার ক্ষমতায় রয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল (রোববার) আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের একটি একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।