মরার জন্য আর কোনো সেনা আফগানিস্তানে যাবে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 09 Jan 2022 13:34:42 GMT )
জানুয়ারি ০৯, ২০২২ ১৯:৩৪ Asia/Dhaka
  • অ্যান্টনি ব্লিঙ্কেন
    অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মরার জন্য আর কোনো মার্কিন সেনাকে আফগানিস্তানে পাঠানো হবে না।

তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, গত ২০ বছরের মধ্যে এই প্রথম নববর্ষ উদযাপন করেছি আফগানিস্তানে কোনো মার্কিন সেনাকে না রেখেই। এবার ছুটিতে কাউকে আফগানিস্তানে থাকতে হয়নি।

ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ করতে এবং প্রাণ হারাতে আর কোনো সেনাকে আফগানিস্তানে পাঠাচ্ছি না আমরা।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ২০০১ সালে আফগানিস্তানে হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তালেবান সরকারের পতন ঘটে। কিন্তু দীর্ঘ ২০ বছর পর সেই তালেবানের কাছেই দেশের নিয়ন্ত্রণ ছেড়ে পালিয়ে যায় মার্কিন বাহিনী। এটাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় হিসেবে গণ্য করা হচ্ছে।

বিপুল সংখ্যক সেনার প্রাণহানি ও ব্যাপক আর্থিক ক্ষতি বিবেচনায় মার্কিন সরকার নতুনকরে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে।#          

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।