ভিয়েনা থেকে টুইটার বার্তায় জানালেন বাকেরি
যেকোনো সময়ের চেয়ে চুক্তির কাছাকাছি রয়েছি: উপ পররাষ্ট্রমন্ত্রী
-
ভিয়েনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি বলেছেন, কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যেকোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২৭ ডিসেম্বর থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা শুরু হয়। আলী বাকেরি এই আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে আরো লিখেছেন, চুক্তির কাছাকাছি থাকলেও যতক্ষণ পর্যন্ত সব বিষয়ে ঐক্যমত্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে কোনো বিষয়েই ঐক্যমত্য হয়নি।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার পোস্টে আরো লিখেছেন, পশ্চিমা দেশগুলোর বাস্তবদর্শিতা, অতিরিক্ত দাবি থেকে তাদের বিরত থাকা এবং বিগত চার বছরের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর চুক্তির বিষয়টি নির্ভর করছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছিলেন, ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তবে সে সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখন পাশ্চাত্যকে ‘দায়িত্বশীল আচরণ’ করতে হবে।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।