মার্চ ০৩, ২০২২ ১৮:১৬ Asia/Dhaka
  • ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠা দাবি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি
    ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠা দাবি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠার ব্যাপারে যেকোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, এই ধরনের যেকোনো পদক্ষেপ আমেরিকা ও রাশিয়ার মতো বিশ্বের দুই বৃহৎ পরমাণু শক্তিধর দেশকে সর্বাত্মক যুদ্ধের মুখে ঠেলে দেবে।

গতকাল (বুধবার) মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে অস্টিন এই কথা বলেন। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা তাদের দেশের ওপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার সাক্ষাৎকারে আরো বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার করে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে মার্কিন সেনারা যুদ্ধ করবে না। ইউক্রেনের আকাশসীমাকে যদি নো ফ্লাই জোন ঘোষণা করা হয় তাহলে তা কার্যকর করতে হবে। তখন রাশিয়ার বিমানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে এবং এই পদক্ষেপ রাশিয়ার সাথে সর্বাত্মক যুদ্ধের সূচনা করে দেবে।"

বাইডেনকে নো ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমার উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নেয়ার জন্য আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে। তবে আমেরিকা তার এই অনুরোধে সাড়া দিতে অনীহা প্রকাশ করেছে।

মঙ্গলবার এক টুইট বার্তায় জেলেনস্কি একই আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের প্রতি।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ