নিরপেক্ষ থাকার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i105788-নিরপেক্ষ_থাকার_বিষয়ে_রাশিয়ার_সঙ্গে_আলোচনায়_রাজি_ইউক্রেন
রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৮, ২০২২ ১৫:৪১ Asia/Dhaka
  • জেলেনস্কি
    জেলেনস্কি

রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছেন।

তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একদল সাংবাদিকের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেছেন।

জেলেনস্কি দাবি করেন, মস্কোর হামলায় ইউক্রেনে রুশভাষী অধ্যুষিত কয়েকটি শহরও ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের আলোচকেরা বলছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মুখোমুখি আলোচনার পরবর্তী রাউন্ড আজ সোমবার থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে, ইউক্রেনের সংসদ এক বিবৃতিতে বলেছে, রুশ হামলায় ইউক্রেনের ছয় হাজার তিনশ' কোটি ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। রাশিয়ার জব্দকৃত অর্থ থেকে এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেতে ব্যর্থ হওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।#   

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।