ফিলিস্তিনিদের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনের সংহতির ওপর জোর দিলেন আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i153090-ফিলিস্তিনিদের_সঙ্গে_জোট_নিরপেক্ষ_আন্দোলনের_সংহতির_ওপর_জোর_দিলেন_আরাকচি
পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিনি সমস্যা সমাধানের জন্য দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় করা প্রয়োজন।
(last modified 2025-10-16T12:57:18+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ১৮:০৮ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনের সংহতির ওপর জোর দিলেন আরাকচি

পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিনি সমস্যা সমাধানের জন্য দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় করা প্রয়োজন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী আল-নাফতি বুধবার উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের পররাষ্ট্রমন্ত্রীদের ১৯তম অন্তর্বর্তীকালীন বৈঠকের অবকাশে সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পার্সটুডে অনুসারে,  উভয় পক্ষ যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বশেষ উন্নয়ন পর্যালোচনা করেছে এবং স্বার্থের সকল ক্ষেত্রে সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার জন্য দুই দেশের সাধারণ ইচ্ছার ওপর জোর দিয়েছে। তারা গাজায় গণহত্যা বন্ধে মিশরে সম্পাদিত সমঝোতার আলোকে পশ্চিম এশিয়া অঞ্চল এবং অধিকৃত ফিলিস্তিনের উন্নয়ন নিয়েও মতবিনিময় করেছেন এবং ইহুদিবাদী সরকারকে তার চুক্তি লঙ্ঘন করা থেকে বিরত রাখার জন্য জামিনদারদের দায়িত্বের ওপর জোর দিয়েছেন।

ইরান ও তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি সমস্যা সমাধানের জন্য দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়ন প্রয়োজন এবং দেশগুলো এই মৌলিক অধিকার বাস্তবায়নে এবং দখলদারিত্ব, বর্ণবাদ এবং ঔপনিবেশিক শাসনের আধিপত্য থেকে নিজেদের মুক্ত করতে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য নৈতিক ও আইনগতভাবে বাধ্য।

আরাকচি অর্থনৈতিক ও কৃষিক্ষেত্রে ইরান-উগান্ডা সম্পর্ক সম্প্রসারণের উপর জোর দেন

আরাকচি বুধবার উগান্ডার প্রেসিডেন্ট ইউরি কাগুতা মুসেভেনির সাথেও সাক্ষাত করেন, আফ্রিকার সাথে সম্পর্ক জোরদার করার জন্য ইরান যে উচ্চ গুরুত্ব দেয় এবং অর্থনৈতিক, কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে উগান্ডার সাথে সম্পর্ক সম্প্রসারণের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রস্তুতির ওপর জোর দেন। উগান্ডার প্রেসিডেন্ট ইউরি কাগুতা মুসেভেনিও পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ওপর ভিত্তি করে পক্ষগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ইরানের সাথে সম্পর্ক জোরদার করার জন্য দেশের দৃঢ় সংকল্পের ওপর জোর দেন।

ইরান ও মিয়ানমারের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়ে চুক্তি

আরাকচি এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তান সিও বুধবার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের পররাষ্ট্রমন্ত্রীদের ১৯তম অন্তর্বর্তীকালীন বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করেন এবং উভয় পক্ষ বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সক্ষমতা চিহ্নিত করার গুরুত্বের ওপর জোর দেন এবং এই লক্ষ্যে, দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছান।

ইরান ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান এডুয়ার্ডো গিল পিন্টো কাম্পালায় এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপ, বিশেষ করে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন এবং ভেনেজুয়েলার স্বার্থের বিরুদ্ধে বারবার হুমকি ও আক্রমণের নিন্দা জানিয়েছেন।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন পদক্ষেপের পরিণতি সম্পর্কে ইরান ও কিউবার পররাষ্ট্রমন্ত্রীদের সতর্কবাণী

এছাড়াও, উগান্ডায় এক বৈঠকে, ইরান ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ব্রুনো রদ্রিগেজ পারিলা মার্কিন হুমকি এবং অবৈধ চাপের বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অবৈধ পদক্ষেপের বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ইরান ও কিউবার পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছেন, বিশেষ করে মার্কিন যুদ্ধবাজ একতরফাবাদ এবং উন্নয়নশীল বিশ্বের বিরুদ্ধে তার একতরফা অর্থনৈতিক বলপ্রয়োগমূলক পদক্ষেপের ফলে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়ম দুর্বল হওয়ার দৃষ্টিকোণ থেকে।

আরাকচি ফিলিস্তিন কমিটির সভায় ফিলিস্তিনিদের সাথে জোট নিরপেক্ষ আন্দোলনের সংহতির উপর জোর দিয়েছেন

এদিকে, বুধবার ফিলিস্তিন কমিটির সভায় যোগদানের সময় সাইয়্যেদ আব্বাস আরাকচি বিষয়টিতে ইরানের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং ঔপনিবেশিক দখল ও আধিপত্য থেকে মুক্তির জন্য ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীনতার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।#

 

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।